আকাশ পানে চেয়ে দেখি
নবী তোমার নাম।
সৃষ্টি সেরা মানব ভূমে
তোমার অনেক দাম।
মানব ভূমে তুমি আছো
সবার হৃদয় জুড়ে।
তুমি আছো সবার মাঝে
আছো সবার নীড়ে।
তোমার নামে মধু আছে,
তোমার নামে যাদু।
তোমার নাম জপিলে নবী
পাপী হয় সাধু।
তোমার নামে সুভাষ ছড়ায়
তোমার নামে সৌরভ।
দু -জাহানের বাদশাহ নবী
তুমি মোদের গৌরব।
তোমায় নিয়ে গর্ব করি
তোমায় নিয়ে লড়ি।
চাই গো নবী বিশ্ব জুড়ে
তোমার আদর্শ গড়ি।