দয়ার সাগর বাদশাহ নবী
তুমি সবার প্রিয়।
অধম তোমার উম্মাত মোরা
মোদের সালাম নিও।
তোমায় মোরা দেখিনি নবী
পড়েছি তোমার ইতি।
দীন প্রচারে উওম ছিল
তোমার সকল নীতি।
নীতির উপর অটুট থেকে
করলে জীবন দান।
ইসলাম পেয়ে মুসলিম জাতির
বেড়ে গেল মান।
নবী গনের নবী তুমি
খোদার প্রিয় বন্ধু।
খোদার ধর্ম প্রচার করে
দিলে রক্ত বিন্দু।
রক্ত দিয়ে এনে দিলে
ইসলাম নামক দ্বীন।
তোমার ধর্ম নিয়ে আজি
বাজাই খুশির বীণ