নবী প্রেমে যে জন ভজে
সে জন খোদার প্রিয়।
সেই মানবের সত্তা জুড়ে
আছেন খোদা স্বীয়।
নবী প্রেমে আল্লাহ খুশি
নবী প্রেমে সৃষ্টি।
নবী প্রেমে পাবি তুমি
খোদার প্রিয় দৃষ্টি।
খোদার দৃষ্টির জন্য কাঁদে
মুমিন -মুসলমান।
নবী প্রেমে মুমিন পাবে
দু - জাহানে সম্মান।
নবী প্রেম যায় না বিফল
নবী প্রেমে শক্তি।
নবী প্রেমে বাড়বে তোমার
খোদার প্রতি ভক্তি।