আকাশ বলে,জমিন বলে
বলে নদীর পানি।
সৃষ্টি কুলের সবকিছুই
নবীর কাছে ঋণী।
নুরের নবী,প্রেমের ছবি
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ।
নবীর নাম জপিলে ভাই
হবেনা তুমি ভ্রষ্ট।
খোদার প্রিয় বন্ধু তিনি
মানবকুলের নেতা।
মানবকুলের কষ্ট দেখে
পেতেন তিনি ব্যথা।
নবীর নাম জপে যে জন
সেইজন হয় ধন্য ।
সেইজন পায় খোদার জান্নাত
বিশ্ব নবীর জন্য।
নবী ছাড়া কে আছে ভাই?
মোদের প্রিয় স্বজন।
সবার প্রিয় বিশ্ব নবী
মোদের অতি আপন।