আকাশ জানে,বাতাস জানে
জানে নদীর পানি।
দক্ষ নেতা শেখ মুজিবুর
ছিলেন মহা জ্ঞানী।।

রাজনীতি আর দেশনীতিতে
ছিলেন তিনি ভরপুর।
দেশের জন্য কাজ করতেন
সকাল,বিকাল,দুপুর।

দেশের প্রতি ছিল তাঁর
অগাধ ভালোবাসা ।
দেশটা হবে সোনার দেশ
ছিল তাঁর আশা ।

আশায় আশায় বুক বেঁধে
আনলেন স্বাধীনতা।
যিনি আনলেন স্বাধীনতা
সেই তো জাতির পিতা।