মুজিব আছেন ছন্দ ছড়ায়
মুজিব আছেন কবিতায়।
মুজিব আছেন সবার হৃদয়ে
অমর হয়ে বাংলায়।
সোনার বাংলার সবার ঘরে
শেখ মুজিবের ছবি।
মুজিবকে নিয়ে কবিতা লিখেন
হাজার হাজার কবি।
মুজিব ছাড়া যায় না লিখা
সোনার বাংলার ইতি।
যুদ্ধ যেতা শেখ মুজিব
স্বাধীন বাংলার স্থপতি।
হাজার কথার একটি কথা
সবাই জানে ভাই।
জাতির পিতা শেখ মুজিবুর
বলতে বাঁধা নাই।----