বিশ্ব নবীর আগমনে
ফুটল মরুর ফুল।
গন্ধে ভরা মরুর ফুলে
হাসল মানব কুল।
আঁধার ঘেরা মানব কুলে
জাগলো সোনার রবি।
রবির তাপে উঠল কেঁপে
ত্রি- ভুবনের সবিই।
আলোয় ভরা রবির মাঝে
ভাসলো একটা ছবি।
খোদার প্রিয় হাবিব তিনি
প্রিয় মোহাম্মদ নবী।
যাঁর আগমনে অচিন পাখি
ধরলো গানে সুর।
পাখির গানে,মধুর সুরে
কাটলো আঁধার ঘোর।
যার প্রেমেতে দুনিয়া পাগল
যার প্রেমেতে আল্লাহ।
তিনিই মোদের প্রিয় নবী
মোহাম্মাদুর রাসুলুল্লাহ।---