যায় না প্রভু তোমায় ভুলা
আঁধার রাতে চাঁদটা গোলা।
চাঁদের আলোয় তাঁরার খেলা
সূর্যি ডুবে সন্ধ্যা বেলা।
শূন্যে আকাশ, শূন্যে বায়ু
সৃষ্টি জীবকে দিয়েছে আয়ু।
সৃষ্টি জীবের কর্তা তুমি
চোখ জুড়ানো আকাশ ভূমি।
দিনের আলোয় সূর্যি মামা
করে চিকচিক ।
চাঁদের আলোয় তারা গুলো
করে ঝিকঝিক।
চন্দ্র সূর্যের আলোর খেলায়
সৃষ্টি জীবের উল্লাস।
দয়ার সাগর আল্লাহ তুমি
সৃষ্টি জীবের বিশ্বাস।
কেমন করে করলি খোদা
আসমান,জমিন, পানি।
জগত ঘুরে পাইনি আমি
তোমার মতো মহা-জ্ঞানী।
লন্ডন 18/8/22