সৃষ্টি তোমার কতো সুন্দর
মহা অন্তর্যামী।
সৃষ্টি কুলে তুমি আল্লাহ
ভীষণ প্রিয় দামী।
দয়ার সাগর মহান তুমি
দু -জাহানের মালিক।
রাহিম রাহমান তুমি খোদা
সৃষ্টি কুলের খালিক।
তোমার দয়ায় সৃষ্টি চলে
তোমার দয়ায় বৃষ্টি।
সৃষ্টি জগত দেখতে তুমি
দিয়েছ মোদের দৃষ্টি।
বিপদকালে তুমি ছাড়া
নেই যে কোন আপন।
তাই তো আল্লাহ তোমায় মোরা
ভাবি সারাক্ষণ।
রহস্যে ঘেরা মানব ভূমে
তুমি ভীষণ প্রিয়।
মাফ করো হে মহান খোদা
তোমার গুনে স্বীয়।