ইচ্ছে করে উড়ে যেতে
সোনার মদিনায়।
মদিনার ঐ ধুলোবালি
মেখে নিতে গায়।
যেইখানেতে শুয়ে আছেন
বিশ্ব মানব নেতা।
যাঁর প্রেমেতে ,যাঁর ধ্যানেতে
গুছে সকল ব্যথা।
সেই মানবের কথা আমি
বলছি তোদের ভাই।
যাঁর জন্য পরিচয় মোদের
মুসলিম আজি তাই।
ইসলাম নামক ধর্ম পেয়ে
মুসলিম জাতি ধন্য।
ত্রিভুবনের প্রিয় মোদের
নূর নবিজীর জন্য।