হাঁটু পানে চুল
খোপা ভরা ফুল ।
ফুলেতে ভ্রমর
চিকন কোমর।
আঁখি ভরা জল
ডুমুরের ফল।

কি যাতনা বিষে?
মায়াবীনি শীষে।
হরীণির চোখ
দংশন শোক।
প্রেমমনা জন
ব্যাতিত বেদন ।