মাদক আর সন্ত্রাসে
যাচ্ছে ডুবে দেশ।
হর-হামেশা মানবকূলে
বাড়ছে শুধু ক্লেশ।
মানবকুলের ধ্বংস লীলায়
নাটের গুরু যারা।
ধ্বংস হোক ওদের জীবন
প্রার্থনা করি মোরা।
মুলোৎপাটন করব তাদের
এসো শ্লোগান ধরি।
মাদক আর সন্ত্রাস মুক্ত
সোনার বাংলা গড়ি।
মাদক সন্ত্রাস দূর হলে ভাই
থাকবো মোরা ভালো।
থাকবো মোরা সুখে- দুঃখে
সমাজটা হবে আলো।
সোনার বাংলায়,সোনার মানুষ
হয়ে থাকবো দেশে।
মাদক সন্ত্রাস দূর করে তাই
থাকবো বীরের বেশে।