দয়ার সাগর মহান খোদা
তুমি চির মহান।
জগত সৃষ্টির সবিই কিছু
তোমার প্রিয় দান।
সৃষ্টি করে জগত তুমি
দিয়েছ আকাশ, বায়ু।
দিয়েছ তুমি সৃষ্টি জীবে
নির্দিষ্ট একটা আয়ু।
জন্ম, মৃত্যু তোমার হাতে
সবিই ভীষণ সত্য।
তোমার খুশির জন্য খোদা
মুমিন কাঁদে নিত্য।
তোমার প্রেমে দুনিয়া পাগল
তোমার প্রেমে নবী।
যাঁর অছিলায় করেছ সৃষ্টি
ত্রিভুবনের সবিই।
সেই নবীজির উম্মাত মোরা
তোমার প্রিয় বান্দাহ।
মোদের তুমি ক্ষমা করো
দয়ার সাগর আল্লাহ্ ।