কবি জগৎ একটা ভিন্ন জগৎ।সত্য নিষ্ঠ ও আদর্শের জগৎ ।কবিদের মনের ভাবটা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠে।সবাই সমাজের বিবেক কে জাগ্রত করতে সচেষ্ট থাকেন ।লেখার মাধ্যমে অসাধারণ ভূমিকা পালন করে আত্মতৃপ্তি লাভ করা এটাই হচ্ছে কবিদের সবচেয়ে বড় সার্থকতা ।
সকল কবিকে মাহে রামাদান এর প্রীত ও শুভেচ্ছা ।
সাজ- সরওয়ার