তোমার নাম জপিলে খোদা
পাই যে দিলে শান্তি।
মাফ করে দিও দয়াল খোদা
সব ভুল- ভ্রান্তি।
তুমি খালিক,তুমি মালিক
তুমি দয়ার সাগর।
হন্য হয়ে তোমায় খোঁজে
আমার অবুঝ অন্তর।
তোমার ইচ্ছায় সৃষ্টি চলে
তোমার ইচ্ছায় আমি।
আমার কাছে মহান তুমি
ভীষণ ভীষণ দামী।
দয়ার সাগর,মহান তুমি
রহমতের -ই ভান্ডার।
তোমার কৃপায় রাখিও খোদা
রহমতের-ই আন্ডার।
চাই গো খোদা তোমার দয়া
জীবন চলার পথে।
চলতে যেন পারি আমি
কোরআন হাদিস মতে।