আকাশের তারা গুলো
করে ঝিলমিল ।
উড়ো উড়ো পাখি গুলো
করে  খিলখিল।

খিলখিল করে পাখি
গায় সুরে গান ।
সৃষ্টির সব কিছু
খোদা তালার  দান ।

গান গেয়ে যায় পাখি
বলে যায় কথা।
সবার উপরে আছেন
এক মহা নেতা।

যার নাই মেয়ে ছেলে
যার নাই আকার ।
সৃষ্টির সবাইকে তিনি
দেন আহার।

লন্ডন 11/8/22