তোমাকে কখনও দেখিনি খোদা
দেখেছি তোমার সৃষ্টি ।
মানব নামে সৃষ্টি করে
দিয়েছ মোদের দৃষ্টি ।
দৃষ্টির কল্যাণে দেখি আজি বিশ্ব
তোমার সৃষ্ট জগতের অপরূপ দৃশ্য।
অপরূপ তোমার বিশ্ব সৃষ্টি
মোদের প্রয়োজনে দাও বৃষ্টি ।
আকাশ পাতাল,বায়ু মাটি
সবই মোদের জন্য
মানবের কল্যাণে করেছ সৃষ্টি
পশু, পাখি, বন্য ।
তুমি পরম দয়ালু,সৃষ্টির মহাজন
মোদের দিয়েছ তুমি পরিবার স্বজন ।
মোরা তাই করি,তোমাকে স্মরণ ।
মোদের দেখিয়েছ তোমার সৃষ্টির ধরণ ।
তুমি খোদা অসীম, গুনের নাই তুলনা
আমরা অদম পাপী,চাই তোমার করুণা।
মাপ কর হে খোদা,মোদের পাপ
আমরা অদম চাই যে, তোমার মাপ।---------