জাতির পিতা শেখ মুজিব
ছিলেন সবার ভালো ।
পাক হানাদার হটিয়ে তিনি
ছড়ান দেশে আলো।
স্বাধীনতার আলো দিয়ে
ভরে দিলেন দেশ।
স্বাধীনতা পেয়ে জাতির
কাটলো দুঃখের রেশ ।
দুঃখে ভরা সোনার দেশে
আসলো ফিরে সুখ।
দক্ষ নেতা মুজিব ছিলেন
সবার প্রিয় খুব।
দেশ প্রিয় মুজিব ছিলেন
ভালোবাসার মিতা।
যিনি দিলেন স্বাধীনতা
সেই তো জাতির পিতা।