যাব না মাঠে খেলতে
যাব বই পড়তে।
বই আমি পড়ব
ইস্কুলেতে যাইব।
লেখা পড়া করে আমি
হতে চাই বড়।
বড় জীবন গড়তে
যতই আসুক ঝড়।
ঝড়ের বেগে চলব
ধন্য জীবন গড়ব।
জীবন হবে ধন্য
আমি হব গণ্য।
ধন্য আমার পিতামাতা
ধন্য আমার দেশ।
এ দেশেতে করবো বাস
থাকবো ভালোই বেশ। --------------