নামাজ শেষে করি প্রার্থনা
তুমি খোদা মহান।
মানব নামে সৃষ্টি করে দিয়েছ
মোদের সম্মান।
কতো সুন্দর তোমার
জগৎ সৃষ্টি।
দিয়েছো মোদের অপূর্ব
এক দৃষ্টি।
মাঠ ভরা ফসল
নদী ভরা জল।
ফুলে ভরা গাছ
পুকুর ভরা মাছ।
পরিবার,পরিজন বন্ধু-স্বজন
মোরা কত যে- আপন।
সুখের স্বপ্নে যাই ভুলি মোরা
তুমি যে আসল মহাজন।
অধম মোরা অজাত পাপী
ক্ষমা করো আল্লাহ ।
নিজ গুনে নিজ দয়ায়
মাফ করো গুনাহ ।--------------------