জীবনটা আজ একা নয়
সাথে পরিবার পরিজন।
মা, বাবা, ভাই, বন্ধু আর
আত্মীয়, স্বজন।
জন্ম তোমার হয়েছে একা
মৃত্যু হবে একা।
বিদায় বেলায় আপন তোমার
কেউ যাবে না সাথে।
সবাই করবে কান্না আর
থাকবে চেয়ে পথে।
খালি হাতে খালি পায়ে
যাবে তুমি একা।
সংঘে তোমার যাবে না কেউ
মিলবে না কারো দেখা।
মাটির বাড়ি মাটির ঘর
মাটি হবে বিছানা।
ভাল,মন্দের হিসাব দেখে
পাগল হবে মনখানা। ------------—-------------------------