আকাশের ঐ চাঁদটা
নিয়ে এলো ঈদটা।

খোকা  খুকির বায়না
নতুন জামা গয়না ।

বউদের পিড়া পিড়ি
কিনবে নতুন শাড়ি ।
নতুন শাড়ি পড়ে সে
যাবে বাপের বাড়ি ।

এক কথা, এক কাজ
চাই নতুন শাড়ি ।
না হয় দিবে সে
শক্ত  কঠিন আড়ি ।

কেনা কাটায় খালি হয়
  বড়  কর্তার পকেটা ।
আকাশের ঐ বাঁকা চাঁদটা
কেন নিয়ে আয় ঈদটা ?

আকাশের ঐ চাঁদটা
নিয়ে এলো ঈদটা ।
গত কাল রাতটা
ছিল কত কেনাকাটা ।-------