দুষ্টু লোকের নষ্ট মন
পরের খেয়ে বাড়ায় ধন।
গায়ের জোরে কথা বলে
হর-হামেশা হিংসে জ্বলে।
মাথা বড় চোখটি লাল
সমাজ লোকে বিছায় জ্বাল।
কথায় কথায় খবরদারি
সব কিছুতেই বাহাদুরি।
সমাজ লোকে দুষ্ট মানুষ
চায় না কারো ভালো।
দেখলে পরে ভালো কিছু
মুখটি করে কালো।
শক্তি সাহস নেই যে তাদের
একটু খানি ভাই।
খারাপ লোকে ভরে গেছে
সমাজটা এখন তাই।