দুষ্ট বিড়াল রান্না খায়
রান্না খেতে তুষ্টি পায় ।
গিন্নির দেখে কান্না পায়
ঘরের কোণে ঝিমুনি যায়।
হাঁটছে বিড়াল মৃদুল পায়ে
যাচ্ছে বিড়াল আদুল গায়ে।
ডেচকি দেখে গিন্নি রাগে
দুষ্ট বিড়াল দৌড়ে ভাগে ।
ডরছে বিড়াল,পড়বে জালে
রাগছে গিন্নি, মাতছে গালে।
এমন বিড়াল আর না চাই
তাড়াও বিড়াল দেখলে তাই ।""""""""""""
------------'--'-১৩-৫-১৭লন্ডন