দু-জাহানের বাদশাহ নবী
মোহাম্মদ সাল্লি আলা।
তুমি বীণে রোজ হাশরে
নেই পরিচয় কামলিওয়ালা।
তুমি মোদের জান্নাত নবী
তুমি সৃষ্টির আল্লাম।
তুমি বীণে খোদাভিরুতার
নেই যে কোন দাম।
তোমার নামে মুমিন পড়ে
দুরুদ ও সালাম গো নবী
দুরুদ ও সালাম।
তোমার জন্য পেয়েছে সৃষ্টি
বিশ্ব সেরা কালাম গো নবী
বিশ্ব সেরা কালাম।
দেখিয়েছ তুমি সহজ পথ
জ্বালিয়ে আলোর মশাল।
জালিম-জুলুম দূর করে
করলে ইসলাম বিশাল।
খোদার প্রিয় হাবিব তুমি
দু-জাহানের সর্দার।
রোজ হাশরে পিলাইও নবী
আবে জমজম কাওসার।