দিদি গেল স্নান করতে
মেঘনা নদীর ঘাটে।
দেখেন দিদি নদীর কুলে
ছোট্ট কুমির হাঁটে।

হঠাৎ করে দিদির আবার
হারিয়ে গেল হুস ।
জেগে ওঠে  দেখেন দিদি
পাশে বসা বুশ।-----