বৃষ্টি পড়ে টাপুর টুপুর
দিদি নাচে সকাল দুপুর।

দিদির নাচ লাগে ভালো
দিদির চুল ঘন কালো।

দিদি থাকেন দামি বাড়ি
দিদি চড়েন লাল গাড়ি।

দিদির দেহ চিপ চিপে
দিদি বেড়ান লাল জিপে।

দিদি পড়েন  চশমা
দিদির নাম রেশমা।

দিদির আবার রাগ বেশি
দিদি আমার আউলা কেশী।