চারদিকে মহামারী কথাটি ভীষণ
হাছা---
করোনা র কবল থেকে দায় পড়েছে
বাঁচা----
ছিলাম ভালো আগে মোরা
এখন আছি কেমনে?
ডরে -ভয়ে লড়ছি সবে
রাখছে খোদা যেমনে।
দুই দিনের এই বালাখানা
হচ্ছে পাপের রাজ্য।
জগত সৃষ্টির মালিক যিনি
হচ্ছে না তাঁর সহ্য।
তাই তো তিনি দিলেন মোদের
ভাইরাস নামক করোনা।
তবুও মোরা খারাপ কাজের
প্রেম পিরীতি ছাড়ি না।
এমন অধম জাতি মোরা
নেই যে কোন ডর।
কেটে গেলে বিপদ মোদের
খোদা কে বলি পর।-----