মরুর বুকে চাঁদ উঠেছে
হাসছে তরুলতা
মক্কার বুকে জন্ম নিল
বিশ্ব মানব নেতা।

মানব নামের শ্রেষ্ঠ মানব
নবী মোহাম্মদ।
যার জন্য পেয়েছি মোরা
নদী নালা হ্রদ।


সেই মানবের কথা আজি
বলছি তোদের ভাই ।
মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ মানব
এই ভুবনে নাই।

মোহাম্মদ মোদের গর্ব
মোহাম্মদ মোদের গৌরব।
বিশ্ব জোড়ে মোহাম্মদ
ছড়িয়ে দিলেন সৌরভ।

খোদার প্রিয় মোহাম্মদ
ছিলেন সবার ভালো।
মোহাম্মদের জন্য হয়েছে
এই জগতটি আলো।