চাঁদ তাঁরা-রে চাঁদ তাঁরা
সুযোগ পেলে একটু দাঁড়া।
খেয়ে যাবি দুধ ভাত
থাকিব সুখে সারা রাত।
সারা রাত মিটিমিটি
আলো দিবি তুই।
তোর আলোতে উড়বে
জো- নাক পোকা জুঁই।
থোকা থোকা আলোর মাঝে
মিষ্ট ফুলের ঘ্রাণ।
তোর আলোতে জুড়িয়ে থাকে
প্রেমিক যুগল প্রাণ।