আয়রে আমার বুটুল সোনা
আয়রে বাবার কাছে।
রাগ করেছে বুটুল সোনা
ভাত খাবে না মাছে।
মাছের মাঝে কাটা বেশী।
বুটুল খাবে মজার খাশী।
বাবা গেল হাটে
আনলো কিনে খাশী।
তাইনা দেখে তা 'ধিন নাচে
বুটুল বাজায় বাশি।
রাগ করেনা আর বুটুল সোনা।
ভাত খেতে আর করেনা মানা। ---------;;;;;;;;-----------------