আয়রে পাখি আয়
গান শুনাবি আয়।
তোর সুরেতে আছে যাদু
তোর ঠোঁটেতে মধু।
তোর গানেতে হয় পাগল
ঘরের নব বধু।
গাছে নেচেঁ,আকাশে উড়ে
গাও দেশের গান।
তোর শীসেতে,তোর সুরেতে
জুড়িয়ে যায় প্রাণ।
ঘুম জাগানো পাখি তুমি
হৃদয় জোড়ানো আঁখি।
তোমার গানে মুগ্ধ হয়ে
নয়ন মেলে দেখি।
আয়রে পাখি আয়
গান শুনাবি আয়।
গাছের ডালে বসে
সবুজ শ্যামল গাঁয়-----
গান শুনাবি আয়
আয়রে পাখি আয়---