১২ই রবিউল আউয়াল জন্ম নিল
জান্নাতি এক ফুল।
সেই ফুলেরই খোসবুতে ভাসলো
মানব কুল।
মানব কুলের শ্রেষ্ঠ মানব
মোহাম্মদ যাঁর নাম।
সেই মানবের দুনিয়ায় জুড়ে
আছে অনেক দাম।
নাম যেমন তার দাম ও তেমন
আছে অনেক কারণ?
আজ তোদের বলতে আমার
নেই যে কোন বারণ।
মানব কুলের শ্রেষ্ঠ তিনি
খোদার প্রিয় বন্ধু।
যার হৃদয়ে ছিল না হিংসা
ক্রোধ এক বিন্দু।
সেই মানবের উম্মাত মোরা
জাতি মুসলমান।
সৃষ্টি কুলের সবার উপর
আছে মোদের সম্মান।
১২ই রবিউল আউয়াল আসলে যেন
মনটা কেমন করে?
নবীর কথা পড়লে মনে
চোখের অশ্রু ঝরে।------