বাবার কথা করনা হেলা
গড়াবে সময় পাবেনা বেলা।
বাবা ছিল খেলার সাথী
সকাল, সন্ধ্যা বেলা।
ছোট্ট বেলায় বাবা ছাড়া
ছিল না খেলার সাথী।
বাবাই প্রথম শেখিয়ে দেয়
হাঁটা চলার নীতি।
বাবার থাকে স্বপ্ন কত
সন্তান বড় হবে।
মানুষের মত মানুষ হবে
সুন্দর পৃথিবী গড়বে।
অজানা,অচেনা বিশ্ব ঘুরে
পাই নি মোর বাবা।
যার হাত ধরে খেলেছি আমি
কানমাছি দাবা।
বাবা একটি বিশাল ছাতা
যায় না সহজে বুঝা।
বাবা ছাড়া খুব সহজে
হয় না কোমর সোজা।
সুখী সুন্দর পরিবার গঠন
ছিল বাবার কাজ।
অসুখ,বিসুখেও হেসে খেটে
করেনি কোন লাজ।
------'-----