আয় ছেলেরা, আয় মেয়েরা
আরব দেশে যাই।
দেখলি তবে আরব দেশ
অবাক হবি তাই।
পাহাড় ঘেরা আরব দেশ
দেখতে লাগে ভালো।
রাত দুপুরে আরব দেশে
ছড়িয়ে থাকে আলো।
পুণ্য ভুমি আরব দেশে
আছেন শুয়ে নবী।
যাঁর প্রেমেতে,যার ধ্যানেতে
আঁকি মোরা ছবি।
আরব দেশের মক্কায় আছে
মহান রবের ঘর।
হর -হামেশা তাওয়াফ করেন
নারী কিংবা নর।
খোদার ঘরের পূর্ব কোণে
আছে কালো পাথর।
সেই পাথরে চুমু দিলেই
হবে সাদা অন্তর।