আল্লাহু আল্লাহু তুমি
রাহিম ও রাহমান।
যায় না গেয়ে শেষ করা
তোমার গুন গান।
গুনের উপর সৃষ্টি তোমার
রূপের ও বাহার।
জগত সৃষ্টি করে তুমি
দিয়েছ সবার আহার।
জগত সৃষ্টির স্রষ্টা তুমি
পরম দয়াময়।
ডাকলে খোদা তোমার নাম
কাঁটে সকল ভয়।
দয়ার সাগর মহান তুমি
অসীম প্রেমময়।
তোমার প্রেমে মত্ত যাঁরা
জান্নাতি তাঁরা হয়।
জান্নাত যাঁদের ভাগ্যে জোটে
নেই যে তাদের ক্ষয়।
দুনিয়া কিংবা আখিরাতে তাঁরা
অমর হয়ে রয়।