খোদা বলি, প্রভু বলি
যে নামেই তোমায় ডাকি।
সব নামেতেই তুমি আল্লাহ
খোলে রাখো আখি।
তোমার চোখে সবাই সমান
প্রীতিতে ও তাই।
সৃষ্টি জীবের এতো আপন
তোমার মতো নাই।
সৃষ্টি জীবের উপর তোমার
আছে বিশেষ মায়া
দিয়েছো তুমি সৃষ্টি জীবকে
হরেক-রকম ছায়া।
সৃষ্টি জীবের উপর তোমার
আছে অনেক রহমত ।
সৃষ্টি জীবের জন্য তুমি
পাঠালে তোমার হযরত।
যিনি তোমার প্রিয় হাবিব
শেষ জামানার নবী।
যার প্রেমে তে মুমিন আঁকে
হৃদয় তোমার ছবি।-----