একটি দেশে মানুষজনের
নেই যে কোন দাম।
ঘরে বাইরে বেকারত্বের
নেই তো কোন কাম।
আইন আছে,আদালত আছে
আছে জেলখানা।
মানুষ মরে বিচারহীন
কাঁদেনা বিবেক খানা।
গুলি করে মানুষ মারা
আইন লঙ্ঘন হয়।
দেশের কথা ভাবলে পরে
জেগে উঠে ভয়।------------
----------
8/8/20 ------London