চলো আমরা হেঁটে যাই
চেরি গাছের সারির মধ্য দিয়ে,
যেখানে চাঁদের আলো তৈরি করেছে
স্বর্গীয় আভা।
যেখানে বসে আছে দুই বৃদ্ধ প্রেমিক-প্রেমিকা;
অমর প্রেমের সুতৃপ্ত মনে।
উজ্জ্বল গোলাপি চেরি পাতাগুলো উড়ে যাচ্ছে
উষ্ণ বাতাসের স্রোতে।
চলো এগিয়ে যাই.......
দুই দম্পতি ঝগড়ায় রত
গভীর কোলাহল,
কত পবিত্র তাদের ঝগড়া
যেন প্রেমেরেই এক ছল!
আরো এগিয়ে যেতে যেতে পাবো দেখা,
সদ্য বিবাহিত দুই যুবক যুবতীকে,
যারা পৃথিবী থেকে দূরে সরে গিয়ে
মত্ত নিজেদেরকে নিয়ে!
আলো ছায়াময়ী সেই পথে
মিলবে শেষে,
সদ্য প্রেমে পড়া,
দুই ছেলে মেয়ে;
যারা রাস্তার পাশে পড়ে থাকা
চেরি পাতার স্তুপগুলোর উপর
দিয়ে ছুটে যাচ্ছে,আনন্দে.....গভীর আনন্দে.....
হে প্রিয়তমা
তুমি মৃত নও,
মৃত নও তুমি!
চলো আমরা হেঁটে যাই আবার
জীবনের সেই পথে!