চাঁদের পাশে তারা হাসে
                   দেখেছ কী তুমি?
তোমার কাছে একটি চাঁদ
                   সবার থেকে দামি!

কেঁদে ভাসাও কষ্ট করে
                   না দিলে চাঁদ ধরা,
ভুলেই যাও আকাশ মাঝে
                 তারায় আকাশ ভরা।