যে কাশের বনে নেচে বেড়ায়,
ফুলের পরাগ মেখে বেড়ায়,
বাজিয়ে বাঁশি হেসে বেড়ায়,
চায় না আর কিছু,
মন নে তুই তার পিছু।
যে গাছের ফাঁকে লুকিয়ে থাকে,
গায়ে সবুজ মেখে রাখে,
নীল আকাশ কে কাছে ডাকে,
চায় না আর কিছু,
মন নে তুই তার পিছু।
যে রাতের তারা গুণে বেড়ায়,
ফুলের গান শুনে বেড়ায়,
সুন্দর কে জেনে বেড়ায়,
চায় না আর কিছু,
মন নে তুই তার পিছু।
ভিজা রাস্তায় যারা ছুটে,
কাদায় যারা যায় লুটে,
কারণ ছাড়া বৃথাই মাতে,
চায় না আর কিছু,
মন নে তুই তার পিছু।