ভাঙ্গা এক বাড়ি শ্যাওলার সারি
বাবলার ঝোপঝাড়,
স্মৃতির স্তরে উদাস স্বরে
জেগে ওঠে বারবার।
সেই যে কবে আমরা সবে
সন্ধ্যার পরে,
করে ছোটাছুটি খুশি লুটালুটি
আসতাম এই ঘরে।
বৃদ্ধ স্যার সাম সরকার
ভালোবেসে আমাদের,
শিখাতেন কত ভূগোলের যত;
অঙ্কের পাই সের।
কেউ দিত মন করে নিত পণ,
শিখে নিত সব কিছু।
কেউ ফাঁকিবাজ গল্পের রাজ,
হত গল্প পিছু পিছু।
হায়রে জীবন নেইরে এখন
সে সব দিন নাই,
সব কিছু হারায় এওযে হায়
হারিয়ে গেল তাই।