ছলছল আঁখি জল আঁখি জল ছলছল,
বল বল তুই বল ভালোবাসা কোন ছল?
গড়ে আর ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় মজা করে,
জিততে যে ভুলে গেছি ভুলে গেছি হেরে হেরে।
পথ ছিল আঁকাবাঁকা আঁকাবাঁকা চোখ তার,
ধুক ধুক এবারেও এবারেও সেই হার!
ছলছল আঁখি জল আঁখি জল ছলছল,
বল বল তুই বল ভালোবাসা কোন ছল?
****ছন্দের অনুপ্রেরণায় কৃতজ্ঞতা স্বীকার প্রিয় কবি রহমান মুজিব ও তাঁর কবিতা--- ''খোল দ্বার হুটহাট''(http://www.bangla-kobita.com/rahmanmojib/khol-dar-hothut/)