কে বলে তোমায় পিছিয়ে পড়া? কে বলে অন্য?
কে বলে তোমায় অসহায়? সাধারণ বন্য।
নও তুমি অসহায়, নও সাধারণ;
'শিখতে হবে', 'জিৎ-তে হবে' করে নাও এই পণ।
বাধা যত আসুক কাছে পাও না তুমি ভয়,
সব বাধাকেই হার মানা যায়, করা যায় পরাজয়।
চোখের আলো নেই বলে কি হয়েছে আর,
জ্ঞানের আলো জ্বেলে পরে করো তার প্রতিকার।
চলার গতি কমাতে পারে পা যদি না থাকে,
মনের গতি কে কমাবে, কে আটকাবে তাকে।
মনের তেজে করো জয়, মিথ্যা ভয় আর নয়,
দেখিয়ে দাও তুমিও পারো সব বাধাকে করতে ক্ষয়।
প্রতিবন্ধী হওয়া হার নয় জীবনের এই ফ্রেমে,
হেরে গেছো তুমি তখনই যদি থেকে যাও থেমে।
"সহমর্মিতার সংবেদন"