স্বার্থ আমায় দেখিয়ে দিলে,
জীবন নদীর ভাটার বাঁকে।
সবাই আপন, সবাই যে পর,
চলছে ভবের সমর সংসার।
আপন শুধু আছে একজনই,
সে যে আমার জনম সাথী মা জননী।।
স্ত্রী, পুত্র, আত্মীয়, স্বজন,
পাড়া-পরশি অতি আপন জন।
স্বার্থের মোহ আছে যবে,
আছে সবে সেই ক্ষণ পাশে।
ফুঁড়ায় গেলে থাকেনা যে কেউ,
সে যতই হোক মনের যে কেউ।
স্বার্থের ব্যাঘাত কিঞ্চিৎ যখন,
ধীরে ধীরে আপন তখন,
মিষ্ট কথায় হয় যে বেজার,
হায়রে আমার চিন্তা মজার।
এইতো ভবে চলছে খেলা,
আপন পরের চেনা জানা।
স্ত্রীর আদর ততক্ষণ মেলে,
দিতে পারবে চাহিদা ভড়ে।
সন্তানের দাবি পাহার সম,
দিতে পারলে খুবই ভালো।
থাক বা না থাক দিতেই হবে,
কি ভাবে দিবে জানি না রে।
স্বার্থ বিহীন এই ভুবনে,
আছে একজন পথ যে চেয়ে।
মঙ্গল ছাড়া নয়রে অমঙ্গল,
মা যে ছাড়া আছে কে বল?
আমার ভুবন তাহার মাঝে,
বিলিয়ে দিবো পদতলে।।
০৩/০৫/২০২৩ খ্রি.
************