তুমি অমর, তুমি শাশ্বত, তুমি চিরঞ্জীব, তুমি বসন্ত,
তুমি জ্ঞান, তুমি বিজ্ঞান, তুমি ছাত্র সংগঠন।
তুমি দুর্বার, তুমি দুরন্ত, তুমি অভয়, তুমি অমর,
তুমি অসীম, তুমি সীমাহীন, তুমি অগ্নি ঝরা ফাগুন।
তুমি মানব কণ্ঠ বাংলার,
সারা বিশ্বে আজ’ই ছড়িয়েছো তোমার প্রাণ।
তুমি ভাষা, মাতৃভাষা বাংলার,
সারা বিশ্ব তোমায় দিয়েছে সম্মান, করছে তোমায় স্মরণ।
তুমি সালাম, রফিক, শফিক, জব্বার,
লাল শহীদের রক্ত মাখা বেদী।
তোমায় বাঁচাতে দিল সব’ই প্রাণ,
স্মরণেতে আজও বীর বাঙ্গালী জাতি।
তুমি বাহান্ন, তুমি ছেষট্টি, তুমি ঊনসত্তর,
তুমি সাত’ই মার্চের বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের কারণ।
তুমি বাংলার কৃষক, শ্রমিক, বণিক,
দামাল ছেলের রাজপথে ভাষা আন্দোলনের কারণ।
তোমাকে প্রতিষ্ঠায় কত মায়ের,
কোল যে সেদিন হলো খালি।
ভাষার দাবিতে প্রতিষ্ঠিত তুমি,
তুমি অমর একুশে ফেব্রুয়ারি।
তোমায় রক্ষার্থে কত মিছিল,
কত প্রাণ হইল নিমিষেই শেষ।
তোমার দাবিতে বাংলার রাজপথ,
রক্তে রঞ্জিত হইল রণক্ষেত্র।
আমার ভায়ের রক্তে রাঙানো তুমি,
তুমি অমর একুশে ফেব্রুয়ারি।
বাহান্ন'র রাজপথে তুমি রণাঙ্গনা,
একাত্তরের ১৬ ডিসেম্বর হইল তোমার স্বাধীনতা,
হইলে তুমি স্বাধীন।