রাগ নাহি জন্মে এ ভুবন তরে
চলি একান্ত আপন অনুচরে।
জীবন তরিতে ভাসাইয়া ভেলা
একলা চলেছি সঙ্গী হারা।
আশার আলো দেখিতে নয়নে
মনে বাঁঁজে অজানা আসরে।
রাগ সেতো বড়ই অচেনা
জীবন ক্ষণে খন্ডিত অজানা।
মায়ার বাঁধনে বাঁধিছে যে জন
তাহার পড়ে রাগ কি করা যায়, বল?