ওগো ফুল, কতোইনা সুন্দর তব রূপখানী।
রূপের মহিমায় সাজিয়েছো ভূবন,
করিয়াছো মন আজি, উন্মাদ সে লাগি।
বাতাসের দোলায় ভাসিয়া আসি
লাগি তব গায়ের সুগন্ধি ঘ্রাণ।
ঘ্রাণেতে বশ করিয়া মম মন
সাথেতে লইয়া হৃদয়-দেহ-প্রাণ।
প্রস্ফুটিত নিজে, সঙ্গী লইয়া বাহারি কতো না কুঁড়ি।
পত্র দ্বারা সাঁজি বেষ্টিত কেশরাজ,
তোমারি করিয়া আজি রমনী সে লাগি।
আলোকময় আর অনুতে ভূতী
সৃষ্টি সবি তোমারি লাগি।
কতই কপোত-কপোতী না লাগি
তোমারি রূপের প্রতিভায় আজি।
যৌবনা নবদ্বয় মাতিয়া ভবদ্বয়
প্রেমের সুধালয় আবেগ সে উদয় হয়।
তব সুগন্ধী আর রূপকময়
সে তো শুধু আপনার নয়।
অন্য প্রেমে লাগি আজি
সাজিয়া তব অঙ্গখানী।
কখোনও খোঁপায়, কাহারও হস্তো মাঝে।
দেখিবে যে সুনয়না আঁখী ধারী,
প্রেমেতে পড়িবে সে তোমারই লাগি।
অন্যের জন্য তুমি ফুঁটেছো ভূবনও ধারায়,
বিলাইয়া দিয়াছো তব তোমারে আজি
অন্যের সে প্রেম আঁখী ধারায়।
তুমি ফুল, নয়কো শুধুই ফুল।
তুমি যে ফুল, সে তো প্রেমময় গোলাপ ফুল।।