মাঝে মাঝে নয়, প্রতি রাতের মত আজও বসে আছি,
নিঝুম রাতের অনাবিল এক, নাপাওয়া শান্তির আশায়।
রাতের স্নিগ্ধ প্রকৃতি'র রমনী, জারা প্রতিনিয়তই জেগে থাকে,
রাতের মৃদু শীতল হাওয়ার চাঁদর জড়িয়ে প্রান্তের পান্থ্য পথে,
উঁকিমেরে দিনের সমস্ত ক্লান্তি নিবারনে তৃপ্ত নিঃশ্বাস ফেলে,
তারাও আজ নিস্তব্ধ, কোথাও কোন সারা শব্দ নেই ।
রাতের জেগে থাকা সুরেলা কুহু কন্ঠধারী পাখিগুলো,
তারাও আজ মনে হয়, ক্লান্তমগ্ন হয়ে নিভৃতে ঘুমিয়ে পড়েছে।
অহেতুক বুঝিয়াও অবুঝের মতো, নিরাশার স্বপ্নের রাজ্যে ,
নিজেকে পৌছে দিতে, রাতের জাগ্রত ডাহুক পাখির মতো আমি উন্মত্ত।
আমি জানি সামনে শুধুই শূণ্য অজ্লা প্রাণহীন ধুধু দগ্ধ মরুভুমি,
সম্মূখে যতই এগিয়ে যাবো, শুধুই দগ্ধ যন্ত্রনাময় জ্বালাপোড়া,
তবুও এগিয়েই চলেছি, নিরাশার তৃপ্ত মহা সুখের ঠিকানায়।
গাল্গুনের রূপবৈচিত্রতায়, রাতের চন্দ্রিমা উদ্ভাসিত আলোর আঁধারে,
জীবন পরিক্রমা খুঁজেই চলেছি, স্বপ্নের নিঃস্ব চুড়াবালুর অনুসন্ধান,
আদিখ্যেতার সুখের অমর কাব্যে বিরাজিত, আমি পথভ্রষ্ট প্রণয়ী।