আমি আছি তোমার মাঝে,
তুমি না তা জানো।
আমি আছি তেমন ভালো,
যেমনি তুমি রাখো।
এমনই ভালো আছি আমি,
জানবে নাকো তুমি।
এই ভূবনে যেদিন আমি, থাকবো নাকো আর,
সেদিনও তুমি থাকবে নিরব, যেমনি আছো আজ।
ভাবতে পারো তুমি মনে, আমি আছি কোথায় তবে?
আমি আছি সেথায় আজি,
যেথায় আছে সবুজ ঘাসে শিশির ভেজায় পা।
কিচির-মিচির পাখির সুরে, ঘুম ভাঙে যে রোজ।
কলার পাতায় কচি রঙে, মুড়িয়ে মনের সুখ।
এখনও আছি সেই যে বনে, কৃষ্ণ চুড়ার রঙিন ডালে তাকিয়ে তোমার দৃষ্টিপানে।
আমি আছি তোমারমাঝে, রইবো সীমার অনন্তকালে।
আমি যেমন ভাবছিতোমায়, নিজের মনে বড়ই আপন।
তুমি নাহি তেমন করে, ভাবতে পারো এই জীবনে।
তুমি আছো তোমার মাঝে, নেইকো সেথায় আমি মনে।
মন ই নাই তোমার মাঝে, আছে শুধু অন্যমনা।
বলো তুমি এখোন তবে, কেমন করে আমায় তুমি,
আমার মতো অমন করে,রাখবে মনে কেমন করে?
আমি থাকি তোমার মাঝে, যুগ থেকে যুগ যুগান্তরে।
তুমি নাহি থাকো তব, কোনো ক্ষণে এই জীবনে।
থাকো তুমি দূরে সেথা, মোর জীবনের বহু দূরে।।
থাকো তবে সেথায় তুমি,আনন্দ হতে মহানন্দে।।